Site icon Jamuna Television

তাপদাহ ও দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

তাপদাহ ও দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে তীব্রতর হচ্ছে তাপদাহ। এর প্রভাবে ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে ছড়িয়েছে ভয়াবহ দাবানল।

পুড়ে ছাই হয়ে গেছে মাইলের পর মাইল বনভূমি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। জরুরি অবস্থা জারি করা হয়েছে আক্রান্ত এলাকাগুলোতে।

এদিকে অ্যারিজোনায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত দুই ফায়ার সার্ভিস কর্মী। আগুন ছড়িয়েছে লোকালয়েও। আক্রান্ত এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রেকর্ড ভেঙে তাপমাত্রা পৌঁছেছে ৪৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। স্থানীয়দের শীততাপ নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বৈরী এ আবহাওয়ার সৃষ্টির জন্য দায়ী।

এনএনআর/

Exit mobile version