Site icon Jamuna Television

মাহমুদুল্লাহর অবসরের সিদ্ধান্তে ব্যথিত মুমিনুল

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। একমাত্র টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা মাহমুদুল্লাহ ঘোষণা দিয়েছেন এটিই তার শেষ টেস্ট, সাদা পোশাকে আর মাঠে নামবেন না। মাহমুদুল্লাহর এই সিদ্ধান্তে গোটা জাতির মতো ব্যথিত টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

অধিনায়ক বলেন, রিয়াদ ভাইয়ের সিদ্ধান্তটা ব্যক্তিগত। একজন ইয়াং ক্যাপ্টেন হিসেবে এই সিদ্ধান্তে আমি স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছি। কষ্ট না পেলে সেটিই বরং অস্বাভাবিক হতো।

হারারে টেস্ট জয়ের মূল কারিগর হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদকে কৃতিত্ব দিয়েছেন ক্যাপ্টেন মুমিনুল হক।

Exit mobile version