Site icon Jamuna Television

রাজধানীর হাসপাতালে ঢাকার বাইরের রোগীদের চাপ অব্যাহত

রাজধানীর হাসপাতালে ঢাকার বাইরের রোগীদের চাপ অব্যাহত

ছবি: সংগৃহীত

রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী। ফলে তীব্র হচ্ছে চিকিৎসা সংকট। করোনা আক্রান্তদের বেশিরভাগই আসছেন ঢাকার বাইরে থেকে।

রাজধানীর বাইরে থেকে আসা রোগীদের বড় অংশ শ্বাসকষ্ট নিয়ে আসায় বাড়ছে আইসিইউর চাহিদা। তবে শ্বাসকষ্ট নিয়ে শেষ মুহূর্তে হাসপাতালে আসায় অনেকের মৃত্যু হচ্ছে বলে জানান চিকিৎসকরা।

ইতিমধ্যে নগরীর সব করোনা হাসপাতালে সক্ষমতার চাইতে বেশি রোগী ভর্তি আছে। ইতিমধ্যে হাসপাতালগুলোতে আইসিইউ বেডের সংকট দেখা দিয়েছে। আর তাই অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। অবস্থার ভয়াবহতা বিবেচনা করে হাসপাতালে রোগী ভর্তি নিচ্ছেন কর্তৃপক্ষ।

এছাড়াও উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করতে আসা মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে বুথগুলোয়। অনেকেই আবার গুরুতর উপসর্গ নিয়ে পরীক্ষা করতে এসে অসুস্থ হয়ে পড়ছেন।

এনএনআর/

Exit mobile version