Site icon Jamuna Television

বাংলাদেশকে অগ্রাধিকার দিয়েই ভ্যাকসিন বিক্রি করবে চীন

ছবি: প্রতীকী

চাহিদা অনুযায়ী বাংলাদেশকে অগ্রাধিকার দিয়েই ভ্যাকসিন বিক্রি করবে চীন। দেশটির এই অবস্থানের কথা জানিয়ে উপ-রাষ্ট্রদূত হুয়া লং ইয়ান বলছেন, তুলনামূলক কম দামেই টিকা দেয়ার প্রস্তাব করেছে তাদের কোম্পানিগুলো।

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তিনি আরও জানান, আগামী মাসের মধ্যে চীন থেকে আরও ৫০ লাখ টিকা আসবে বাংলাদেশে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সিনোফার্ম ও সিনোভ্যাক বাংলাদেশে যৌথভাবে উৎপাদন সম্ভব।

তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে সরকার অনুমোদন দিলেই এ নিয়ে কাজ শুরু হবে। বাংলাদেশের করোনা পরিস্থিতি বিশ্লেষণ করেই চীনের ভিসা আবার চালু হবে বলে মন্তব্য করেন তিনি।

ইউএইচ/

Exit mobile version