Site icon Jamuna Television

নাটোরে ককটেল সদৃশ ৪টি বস্তুর সন্ধান

নাটোরে ককটেল সদৃশ বস্তুর সন্ধান।

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে ককটেল সদৃশ ৪টি বস্তুর সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। সোমবার দুপুর ১২টার দিকে গুরুদাসপুর পৌর শহরের উত্তর নারীবাড়ী এলাকায় সেগুলোর সন্ধান মেলে। পরে নাটোর থেকে র‌্যাব ও পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে বিকেল ৫টা পর্যন্ত বস্তুগুলো সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেনি পুলিশ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, করোনায় লকডাউন চলায় বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। এ কারণে বাজারের মানুষের উপস্থিতি কম। দুপুরে পৌর শহরের উত্তর নারীবাড়ী এলাকার নজরুল ইসলামের কীটনাশকের দোকানের সামনে লাল টেপ মোড়ানো একটি ককটেল সাদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

তিনি বলেন, পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি পলিথিন ব্যাগের ভিতরে আরও তিনটি একই বস্তু দেখতে পায়। খবর পেয়ে নাটোর থেকে র‌্যাব ও পুলিশের বিশেষ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উদ্ধারকৃত ককটেল সদৃশ বস্তুগুলো ককটেল কিনা তা পরীক্ষা করা ও ধ্বংস করার জন্য ঢাকা থেকে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছেছে।

ইউএইচ/

Exit mobile version