Site icon Jamuna Television

মেক্সিকো শহরে চালু হলো যাত্রীবাহী ‘ক্যাবল কার’ সার্ভিস

মেক্সিকোতে চালু হলো যাত্রীবাহী 'ক্যাবল কার' সার্ভিস।

মেক্সিকো শহরে চালু হলো প্রথম যাত্রীবাহী ‘ক্যাবল কার’ সার্ভিস। রোববার শহরের সেক্রেটারি জিসাস এস্তেভা সেটি উদ্বোধন করেন।

এর মাধ্যমে কম খরচে দ্রুত যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। নিম্নাঞ্চল থেকে যাত্রী নিয়ে পাহাড়ি এলাকা পর্যন্ত যাবে কারগুলো। ফলে উপকৃত হবে দুর্গম এলাকাগুলোর বাসিন্দারা।

এছাড়া মেক্সিকো সিটিতে রয়েছে ব্যাপক যানজট। ৯০ লাখ মানুষের বাস রাজধানীতে। সার্ভিসটি চালু হওয়ায় এ সমস্যাও কিছুটা কমবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এর ফলে করোনা পরবর্তী সময় পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব বলেও আশাবাদ প্রশাসনের।

ইউএইচ/

Exit mobile version