Site icon Jamuna Television

ওদের আবার উচিত শিক্ষা দিলাম: বোনুচ্চি

শিরোপা হাতে ইতালির ডিফেন্ডার লিয়োনার্দো বোনুচ্চি। ছবি: সংগৃহীত

ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও উচিত শিক্ষা দিয়েছেন বলে মন্তব্য করেছেন ইতালির ডিফেন্ডার লিয়োনার্দো বোনুচ্চি। ইংল্যান্ডের স্লোগান ‘ইটস কামিং হোম’, অর্থাৎ কাপ ঘরে আসছে এর জবাবে পাল্টা স্লোগান ‘ইটস কামিং টু রোম’ বলতেও শোনা গেছে এই ডিফেন্ডারকে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বোনুচ্চি বলেন, ঐতিহাসিক গোলে স্বপ্ন সত্যি হল। অদ্ভুত অনুভূতি হচ্ছে। ট্রফি নিতে যাওয়ার আগে প্রথম বার দেখলাম ৬৫ হাজার দর্শক মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ওরা ভেবেছিল কাপ লন্ডনে থাকবে। কিন্তু কাপ এখন রোমে যাচ্ছে। ইটালি আবারও ওদের উচিত শিক্ষা দিয়েছে।

খেলা শেষে পদক নিয়ে মাঠ প্রদক্ষিণ করার সময় ইংল্যান্ড সমর্থকদের উদ্দেশে চিৎকার করা বোনুচ্চি বলতে থাকেন, আমাদের আরও বেশি করে পাস্তা খাওয়া দরকার। ইতালির মানুষজনের খাদ্যাভ্যাসকে কটাক্ষ করার পাল্টা জবাব পাল্টা জবাব দিয়েছেন বোনুচ্চি।

শুধু বোনুচ্চি নয়, ড্রেসিংরুমে ফিরে সতীর্থের সঙ্গে নাচতে নাচতে সুর করে ‘ইটস কামিং টু রোম’ স্লোগান গাইতে দেখা গিয়েছে গোলকিপার জিয়ানলুইগি ডোনারুমাকেও।

Exit mobile version