ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিথিল হতে যাওয়া লকডাউনের ভেতরে সীমিত পরিসরে দোকান খোলার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি।
সোমবার (১২ জুলাই) সীমিত পরিসরে দোকান খোলা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন।
হেলাল উদ্দিন বলেন, লকডাউন শিথিল থাকলে দোকান খুলবো। আমরা ব্যবসা করার সুযোগ পাবো মাত্র দুই থেকে তিন দিনের জন্য। এর মাঝে আবার যেহেতু কোরবানির সময়, মানুষ কেনাকাটার জন্য খুব বেশি মার্কেটে আসবে না। করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, এমন অবস্থায় যদি সরকার লকডাউন শিথিল করে তাহলে যেসব দোকান মালিক চায় তারা দোকান খুলতে পারবে।
তবে যারা ইতোমধ্যে কর্মস্থল ছেড়ে নিজ এলাকায় চলে গিয়েছে তাদেরকে এই কয়েকদিনের জন্য কর্মস্থলে আসতে হবে না বলেও জানান তিনি। এজন্য তাদেরকে চাকুরিচ্যুত করা হবে না।
এদিকে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুলাই থেকে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় পশুর হাট বসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Leave a reply