Site icon Jamuna Television

মায়ের হাতের হালুয়া খেয়ে ওজন বাড়ালেন অক্ষয়

অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

বলিউডের অভিনেতাদের মধ্যে ফিটনেস ও চেহারা ধরে রাখার নিরিখে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। বিভিন্ন সিনেমায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে কোনো কমতি রাখেন না এই অভিনেতা। আর সে কারণেই পরিচালক আনন্দ এল রায়ের ‘রক্ষাবন্ধন’ সিনেমার জন্য ওজন বাড়িয়েছেন অক্ষয়।

তবে এবার এক্সারসাইজ বা ট্রেনারের পরামর্শ নিয়ে নয়, সম্পূর্ণ স্বাভাবিক পদ্ধতিতে মায়ের হাতের হালুয়া খেয়ে ওজন বাড়িয়েছেন তিনি।

জানা গেছে, ভাইবোনদের গল্প নিয়ে নির্মিত হতে চলেছে সিনেমাটি। এই সিনেমাটি তাঁর বোন আলকাকে উৎসর্গ করেছেন অক্ষয়। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে ভূমি পেডনেকরকে।

এই সিনেমার আগে ‘বেল বটম’ ছবির জন্য নিজেকে ছিপছিপে চেহারায় নিয়ে এসেছিলেন অক্ষয়। গত জুনে ‘রক্ষা বন্ধন’ ফ্লোরে যাওয়ার পর থেকেই ওজন বাড়ানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন অক্ষয়।

Exit mobile version