Site icon Jamuna Television

বিটিএসের নতুন গান পারমিশন টু ডান্সের রেকর্ড

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের নতুন গান ‘পারমিশন টু ডান্স’

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের নতুন গান ‘পারমিশন টু ডান্স’ নতুন রেকর্ড গড়ল এবার। দুই দিনেই গানের ভিউ হয়েছে ১০০ মিলিয়ন।

গানটি মুক্তি পেয়েছে ৯ জুলাই। প্রকাশ পাওয়ার পরপরই ৯২টির বেশি দেশে ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে আসে গানটি। প্রথম ২৪ ঘণ্টায় এর ভিউ হয় ৬৩ মিলিয়ন এরও বেশি।

গানটির নাচের সঙ্গে সাংকেতিক ভাষা ব্যবহার করেছেন শিল্পীরা। এতে করে তারা পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসাও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টুইট করে জানিয়েছেন, যারা কানে শুনতে পান না তারাও গানটি উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, গানটি ‘বাটার’ অ্যালবামের নতুন গান। এর আগে রেকর্ড ভেঙেছিল ‘বাটার’ গানটিও

Exit mobile version