Site icon Jamuna Television

টিকার মিশ্র ডোজ গ্রহণ নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টিকার মিশ্র ডোজ গ্রহণ নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: সংগৃহীত

২য় বা ৩য় ডোজে ভিন্ন কোম্পানির করোনা টিকা গ্রহণ নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও’র চিফ সায়েন্টিস্ট সৌম্য স্বামীনাথান জানান, এ বিষয়ে পর্যাপ্ত তথ্য উপাত্ত সংগ্রহ হয়নি এখনও।

সোমবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ভ্যাকসিনের মিক্স এন্ড ম্যাচ নিয়ে গবেষণা চলছে। তাই এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া ঝুঁকিপুর্ণ। বিভিন্ন কোম্পানি বুস্টার ডোজ হিসেবে তাদের টিকা কার্যকর বলে দাবি করলেও, প্রয়োগের আগে পূর্ণাঙ্গ গবেষণা প্রয়োজন বলে মনে করেন সৌম্য। বিভিন্ন দেশকে ভিন্ন ডোজে আলাদা কোম্পানির টিকা প্রয়োগের সিদ্ধান্তের আগে আরও অপেক্ষার আহ্বান জানান তিনি।

তবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার পর ২য় ডোজে ফাইজারের টিকা নিরাপদ প্রমাণিত হয়েছে বলেও জানান ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী। বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এনএনআর/

Exit mobile version