তীব্র ঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্যের লন্ডন। টানা ভারি বৃষ্টি তৈরি করেছে বন্যা পরিস্থিতি। সোমবার দিনভর বজ্রপাত হয় শহরটিতে। বৃষ্টিতে তলিয়ে গেছে বহু রাস্তাঘাট। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাউথ হ্যাম্পস্টিড।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। চরম ভোগান্তিতে নিচু এলাকার বাসিন্দারা। আরও কয়েকদিন বৃষ্টি থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে লন্ডনের দুর্দশার ছবি।
এনএনআর/

