Site icon Jamuna Television

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়লো ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

ছবি: সংগৃহীত

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়লো ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। সোমবার ওড়িশার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে সেটি। এটি ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ব্রহ্মসের সবচেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রটিরই পরীক্ষামূলক উৎক্ষেপণ চলছিলো। ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানা যায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, সোমবার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়েছে ব্রহ্মস। কেনো এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধানের জন্য ব্রহ্মস অ্যারোস্পেস করপোরেশন এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞদল গঠন করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version