Site icon Jamuna Television

নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ ওবায়দুল কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

বর্তমান পরিস্থিতিতে দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি স্থগিত রেখে নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সামাজিক ও স্বেচ্ছাসেবীসহ দলমত নির্বিশেষে সবাইকে জনসচেতনতা বাড়াতে তৎপর হতে হবে। লকডাউনকে ফাঁকি দেয়া গেলেও করোনাকে ফাঁকি দেয়া যায় না। করোনা প্রতিরোধে সবচেয়ে শানিত হাতিয়ার হচ্ছে মাস্ক। কেউ যেন দায়িত্বহীনভাবে ফেরিঘাট, বাস ও লঞ্চ টার্মিনাল এবং পশুর হাটে বাঁধভাঙা ভিড় সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে সচেতন না হলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে। ঈদুল আজহা উপলক্ষে দুস্থ মানুষের পাশে থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

ইউএইচ/

Exit mobile version