Site icon Jamuna Television

সংস্কারের জন্য গুড়িয়ে দেয়া হয়েছে রোহিঙ্গা বসতি!

পুনর্গঠন ও সংস্কারের জন্যেই রাখাইনে রোহিঙ্গাদের ঘর-বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার, এই দাবি করে মিয়ানমারের মানবিক সহায়তা, পুনর্বাসন ও উন্নয়ন সংস্থা- UEHRD।

সংস্থার চেয়ার পারসন অং তুন থেত জানান, বাংলাদেশে থেকে পুনর্বাসিত রোহিঙ্গাদের জন্যে নতুনভাবে আবাসন গড়ে তোলার স্বার্থেই চলছে সংস্কার কাজ। এরসাথে, রোহিঙ্গা গ্রাম নিশ্চিহ্ন করার কোন যোগসূত্র নেই। গেলো সপ্তাহে, হিউম্যান রাইটস ওয়াচ দাবি করে, মংডু’তে ৫৫টি গ্রাম বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সেনা বাহিনী। স্যাটেলাইট থেকে ধারণকৃত ছবিতে মিলেছে এর প্রমাণ। এইচআরডব্লিও’র অভিযোগ, ভারী যন্ত্র দিয়ে গুড়িয়ে দেয়ার আগে অক্ষত ছিলো দুটি গ্রাম। অবশ্য, অং তুন থেত বলেন- চুক্তি মোতাবেক বাংলাদেশ থেকে আশ্রিত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে শতভাগ আগ্রহী সু চি প্রশাসন।

Exit mobile version