Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে বসবে পশুর হাট

যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে সারাদেশে কোরবানির পশুর হাট বসবে; ইতোমধ্যে এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

সোমবার (১২ জুলাই) সকালে অনলাইনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতে সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট বসাতে বাধা নেই। তবে যান চলাচল বিঘ্ন করা যাবে না। বৈঠকে মন্ত্রী বলেন, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ কারণে এবার হাটে বয়স্ক ও শিশুদের প্রবেশে কড়াকড়ি থাকবে। একের অধিক ক্রেতা হাটে না আসার নির্দেশও দেন মন্ত্রী।

বৈঠকে ঢাকার দুই সিটির মেয়রসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়ররা অংশ নেন। তুলে ধরেন কোরবানি সংক্রান্ত প্রস্তুতির কথা। এসময় মন্ত্রী-মেয়রসহ সকল জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।

Exit mobile version