Site icon Jamuna Television

রাজধানীতে ৪০টি কেন্দ্রে একযোগে চলছে মডার্নার টিকাদান

প্রতীকী ছবি। সংগৃহীত।

রাজধানীর প্রায় ৪০টি কেন্দ্রে একযোগে চলছে মডার্নার টিকাদান কার্যক্রম। সকাল ৮টা থেকে শুরু হয়েছে কার্যক্রম। প্রতিটি কেন্দ্রে ২০০ থেকে ৩০০ মানুষকে দেয়া হচ্ছে টিকা।

মডার্নার ভ্যাকসিন প্রয়োগের আগে টিকাগ্রহীতার কাছ থেকে ডোজ নেয়ার ব্যাপারে সম্মতি নেয়া হচ্ছে। সারিবদ্ধভাবে সবাই একে একে টিকা নিচ্ছেন। একটি ভয়েল থেকে ২০ জনকে দেয়া হচ্ছে টিকা।

যারা ভ্যাকসিন নিয়েছেন তারা বলছেন, বিশেষ কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছেন না। তবে কেউ কেউ মাথা ঝিমঝিম করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অনেকেই বলছেন, আগে পরীক্ষামূলক প্রয়োগ ছাড়াই গণহারে মডার্নার টিকা দেয়া শুরু করায় কিছুটা শঙ্কিত তারা।

Exit mobile version