Site icon Jamuna Television

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্নস্থানে দোয়া মাহফিল

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্নস্থানে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে।

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্নস্থানে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে।

হবিগঞ্জের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১০ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে আজ কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, বিশেষ মোনাজাত এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি কর্মসূচিতে অংশ নেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম ছিলেন একজন কঠোর পরিশ্রমী এবং দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। তার আদর্শ ধারণ করে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে যুগান্তর ও যমুনা টিভি। সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন। শিল্প কারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করেছেন লাখো মানুষের। স্মরণ সভা শেষে নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ঢাকার নবাবগঞ্জেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন সাহসী শিল্প উদ্যোক্তা। দেশের অর্থনীতিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া উলিপুরে যমুনা ইলেকট্রনিক্সের শো রুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খাবার বিতরণ করা হয় দরিদ্র মানুষের মাঝে।

দিনটিকে স্মরণে দোয়া মাহফিল হয়েছে নাটোরের যমুনা ডিস্টিলারী কার্যালয়ে। এ সময় বক্তারা, দেশবরেণ্য শিল্পপতি নুরুল ইসলামের কর্মময় জীবন নানা দিক তুলে ধরে আলোচনা করেন। পরে বরেণ্য এই ব্যক্তির জন্য রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশন ও যুগান্তরের সংবাদকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের মানুষ।

স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জের প্রেসক্লাব মিলনায়তনে। যুগান্তরের আয়োজনে সভায় অংশ নেয় পৌর মেয়রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় বক্তারা বলেন, প্রয়াত শিল্প উদ্যোক্তা নুরুল ইসলাম ছিলেন একজন দেশপ্রেমিক। বহু মানুষের কর্মসংস্থান হয়েছে তার হাত ধরে। পরে বীর এই মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইউএইচ/

Exit mobile version