Site icon Jamuna Television

নিম্ন আয়ের মানুষের জন্য ৩ হাজার ২শ’ কোটি টাকার প্রণোদনা ঘোষণা

বিধি নিষেধের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২শ' কোটি টাকার প্রণোদনা।

করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধি নিষেধের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২শ’ কোটি টাকার ৫টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌ শ্রমিকদের জন্য জনপ্রতি নগদ আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তার জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া শহর এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য ১৫০ কোটি টাকা দেয়া হয়েছে। ৩৩৩-নম্বরে খাদ্য সহায়তার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে ১০০ কোটি টাকা রাখা হয়েছে।

এছাড়া গ্রামীণ এলাকার কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী কর্মসংস্থান ব্যাংক ও পিকেএসএফ-এর মাধ্যমে ঋণ সহায়তা দিতে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পর্যটন খাতের হোটেল-মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তা দিতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version