Site icon Jamuna Television

আবারও শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল

১৩ দিনের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। পুরনো ছবি।

প্রায় দুই সপ্তাহের বিরতির পর বুধবার (১৪ জুলাই) থেকে আবারও শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় বুধবার বিকাল ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আর শেখ রাসেল ক্রীড়াচক্র।

কঠোর লকডাউনের কারণে ১ জুলাইয়ের পর লিগের খেলা স্থগিত রাখতে হয় আয়োজকদের। যেখানে ঈদের আগ পর্যন্ত সরকার লকডাউন শিথিল করলে আবারও খেলা মাঠে গড়ানোর প্রস্তুতি ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।

এবার একটির জায়গায় দুইটি ভেন্যুতে হবে লিগের কিছু অংশের খেলা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি ফরটিস স্পোর্টস গ্রাউন্ডে খেলা পরিচালনা করবে বাফুফে।

Exit mobile version