Site icon Jamuna Television

জালে আটকেই মৃত্যু হয় বেশির ভাগ তিমির

সাগরে মাছ ধরার জালই তিমিদের জন্য মৃত্যুফাঁদ। ছবি: মোঙ্গল বে।

সমুদ্রে তিমি মাছের মৃত্যুর অন্যতম কারণ জেলেদের মাছ ধরার জাল। এসব জালে আটকেই মৃত্যু হয় বেশির ভাগ তিমির। সম্প্রতি ব্রাজিলের সমুদ্র উপকূল থেকে ৮টি তিমির মরদেহ উদ্ধারের পর এমন অভিযোগ তুলেছে দেশটির প্রাণী সংরক্ষণ বিভাগ।

তারা বলছেন, কয়েক মাসের মধ্যে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি তিমি মাছকে। সবগুলোই জালে জড়িয়ে এবং আঘাত পাওয়া ছিলো।

তাই যেসব এলাকায় তিমি মাছের বিচরণ সেসব এলাকায় জাল ফেলে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণার পরামর্শ দেয়া হয়েছে।

Exit mobile version