Site icon Jamuna Television

মেসিকে আবারও দলে ভেড়াতে কাজ চলছে: লাপোর্তা

ফ্রি এজেন্ট মেসিকে দ্রুত দলে ভেড়াতে চায় বার্সেলোনা। ছবি: সংগৃহীত।

বার্সেলোনার সাথে নতুন করে চুক্তি স্বাক্ষর না হওয়ায় ক্যারিয়ারে প্রথমবারের মতো ফ্রি এজেন্ট হওয়া মেসিকে পেতে এরই মাঝে তোড়জোড় শুরু করেছে অনেক ক্লাব। এদিকে ফ্রি এজেন্ট মেসিকে আবারও দলে ভেড়ানোর ব্যাপারে ক্লাব কতৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছেন বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

এদিকে নতুন মৌসুমকে সামনে রেখে ন্যু ক্যাম্পে অনুশীলন শুরু করেছে বার্সেলোনা। গেলো মৌসুমে ভরাডুবির পর আসন্ন মৌসুমে নিজেদের ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন ক্লাবের নতুন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

প্রথম দিনই ক্লাবটির প্রেসিডেন্ট ফুটবলারদের সাথে দেখা করে উৎসাহ দিয়েছেন আসন্ন মৌসুমের জন্য।

Exit mobile version