Site icon Jamuna Television

এই প্রথম রিয়ালের জার্সি ছাড়া অনুশীলনে নামলেন রামোস

পিএসজির অনুশীলনে সার্জিও রামোস।

প্রথমবারের মত প্যারিস সেইন্ট জার্মেই এর সাথে অনুশীলন করলেন সার্জিও রামোস। ১৬ বছর পর এই প্রথম রিয়ালের জার্সি ছাড়া অনুশীলনে নামলেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

আগামী দুই বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদ থেকে ফ্রিতে পিএসজিতে পাড়ি জমিয়েছেন রামোস। ২০০৫ সালে সেভিয়া থেকে ২৭ মিলিয়ন ইউরোতে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়েছিলেন এই ডিফেন্ডার।

রিয়ালের জার্সিতে ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি লা লিগা ট্রফি, ২টি কোপা দেল রে, ৪টি সুপার কাপ ও ৪টি ফিফা ক্লাব বিশ্বকাপ জেতেন রামোস। এই সময় জাতীয় দলের হয়ে ২০১০ বিশ্বকাপ আর ২০১২ ইউরো জেতেন তিনি।

ক্লাব নতুন হলেও এখানে তিনি পাবেন আগের রিয়াল সতীর্থ কেইলর নাভাস আর ডি মারিয়াকে।

Exit mobile version