Site icon Jamuna Television

এবার ঈদগাহ ও মসজিদে হবে ঈদের জামায়াত

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার জামায়াত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় করা যাবে। ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে ঈদের নামাজের পূর্বে জীবাণুনাশক স্প্রে করতে হবে। বাসা থেকে ওজু করে নিজ নিজ জায়নামাজ নিয়ে ঈদগাহে যেতে হবে। ঈদগাহে প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মুসল্লিদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে নামাজের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানার কথা বলা হয়েছে। শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ঈদ জামায়াতে অংশগ্রহণে নিরুৎসাহিত করা হয়েছে। জামায়াত শেষে কোলাকুলি বা হাত মেলানো পরিহার করার পরামর্শ দেয়া হয়েছে। নামাজ শেষে করোনা থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর নিকট দোয়া কারার আহ্বান জানানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version