Site icon Jamuna Television

মোবাইল ভাঙায় স্ত্রীকে হত্যা করলো স্বামী

জয়পুরহাট থানা।

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট:

জয়পুরহাটের কালাই শহরের একটি ধান শুকানোর চাতালে মোবাইল সেট ভাঙচুর করার কারণে নিজের স্ত্রী ৩ সন্তানের জননী শাহিনুর আকতার (৩০) কে মারপিট করে হত্যা করেছে স্বামী আজিবর রহমান।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় শহরের পাঁচশিরা-মাত্রাই সড়কের রেহেনা চাউল কল-২ নামে
একটি চাতালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে স্বামী আজিবর রহমান পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনুর আকতারের মরদেহ উদ্ধার করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, শাহিনুর-আজিবর দম্পতির বাড়ী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বুরুঙ্গি গ্রামে। তারা স্বামী-স্ত্রী মিলে প্রায় ২০ বছর ধরে কালাই শহরের বিভিন্ন ধানের চাতালে কাজ করছিলেন। তাদের দুই ছেলে আশিকুর রহমান আপন (১২) ও পরান (৮) এবং মেয়ে খুশি (২) রয়েছে।

মঙ্গলবার বিকেলে শাহিনুর-আজিবর দম্পতির দুই ছেলে আপন ও পরান চাতালে ছোট বোন খুশিকে নিয়ে বাবার মোবাইল সেটে গেম খেলছিল। হঠাৎ করে খুশি কান্না করতে থাকলে মা শাহিনুর এসে মোবাইল সেট কেড়ে নেয় এবং দুই ছেলেকে শাসন করে। এমন অবস্থা দেখে বাবা আজিবর শাহিনুরকে একটি থাপ্পড় দেয়। তখন স্ত্রী শাহিনুর স্বামীর উপর রাগ করে ওই মোবাইল সেট মেঝেতে আছাড় দিয়ে ভেঙ্গে ফেলে। মোবাইল ভাঙায় শাহিনুরকে মারপিট করতে থাকে আজিবর।

এক পর্যায়ে শাহিনুর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওই অবস্থায় স্বামী ও প্রতিবেশীরা মিলে শাহিনুরকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে করোনার রোগী ভর্তি থাকায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই অবস্থায় অটো ভ্যানে স্ত্রীকে রেখে স্বামী আজিবর রহমান পালিয়ে যায়।

নিহত শাহিনুরের ছোট ছেলে পরান বলে, মোবাইল ভাঙার জন্য বাবা এসে মাকে মারতে মারতে বুকে লাথি মারে। তখন মা মাটিতে পরে যায়। বাবা ও সবাই মিলে মাকে হাসপাতালে নিয়ে যায়। আমার মা মারা গেছে।

নিহত শাহিনুরের ভাই শিপন বলেন, আমার ভগ্নীপতি একজন নেশাখোর। এর আগেও বেশ কয়েকবার তাদের মধ্যে ঝগড়া-বিবাদ ও মারপিটের ঘটনা ঘটেছে। আজ আমার বোনকে সামান্য একটা মোবাইল সেট ভাঙায় জন্য মারপিট এবং নির্যাতন করে হত্যা করেছে। ওর বিচার চাই।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version