Site icon Jamuna Television

বঙ্গবন্ধু’র জেল জীবন নিয়ে সিনেমা ‘ফাইল ছয়শোছয়’

বঙ্গবন্ধু’র জেল জীবন নিয়ে সিনেমা ‘ফাইল ছয়শোছয়’

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু’র জেল জীবনী নিয়ে এবার সিনেমা নির্মাণ করতে চলেছেন গুণী নির্মাতা অমিতাভ রেজা। বঙ্গবন্ধুর কারাজীবন নিয়েই তৈরি করা হয়েছে সিনেমাটির গল্প। যার শিরোনা ঠিক করা হয়েছে ‘ফাইল ছয়শোছয়’।

সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন অভিনেতা সুজন হাবিব। এছাড়াও সিনেমাটিতে আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে।

এনএনআর/

Exit mobile version