Site icon Jamuna Television

আসছে সৌরভের বায়োপিক, দাদার চরিত্রে দেখা যেতে পারে রণবীরকে

ছবি: সংগৃহীত

ভারতের বিভিন্ন সময়ের বিখ্যাত কিছু ক্রিকেটারদের নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু বায়োপিক বানানো হয়ে গিয়েছে৷ তার মধ্যে সুপারহিট হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক। এছাড়াও আছে আজাহারের বায়োপিক ও শচিনকে নিয়ে সিনেমা।

আগামীতে বড়পর্দায় আসতে চলেছে ১৯৮৩ ভারতের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি সিনেমা ‘৮৩’ এবং মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর বায়োপিক।

এবার বলিউড আসতে চলেছে ‘দাদা’ খ্যাত ভারতের অন্যতম সফল ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিকও৷ নিজের বায়োপিক তৈরিতে রাজি হয়েছেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ।

ভিডিও প্রতিবেদন দেখতে এখানে ক্লিক করুন

তবে তার চরিত্রেকে অভিনয় করবে তা এখনো ঠিক হয়নি। যদিও বলিউডে গুঞ্জন ছিল ঋত্বিক রোশন থাকবেন সৌরভের চরিত্রে। তবে দাদার পছন্দ নাকি রণবীর কাপুরকে। এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়াও পরিচালক কে হবেন, তা-ও এখনও ঠিক হয়নি।

ভারতীয় বেশ কিছু গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সৌরভের বায়োপিক তৈরির নেপথ্যে রয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় প্রযোজনা সংস্থা ‘ভায়াকম’। ছবির সম্ভাব্য বাজেট প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা। ইতোমধ্যে ছবির স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়ে গিয়েছে

আরও জানা যায়, সৌরভের ছেলেবেলা থেকে বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত পুরো ক্রিকেটীয় জীবনই সিনেমায় তুলে ধরা হবে।

Exit mobile version