Site icon Jamuna Television

রাজধানীজুড়ে চলছে গণটিকা কার্যক্রম

রাজধানীজুড়ে চলছে গণটিকা কার্যক্রম

হাসপাতালে টিকা নিতে আসা প্রবাসীরা

রাজধানীর কেন্দ্রগুলোতে একযোগে চলছে টিকা দান কার্যক্রম। সকাল ৮টা থেকে শুরু হয়েছে কার্যক্রম।

আজও কুর্মিটোলা হাসপাতালে টিকা নিতে আসা প্রবাসীদের ভিড় বেশি ছিল। অষ্টম দিনের মতো সৌদি ও কুয়েত প্রবাসীদের টিকাদান কার্যক্রম অব্যাহত আছে। প্রতিদিন দেড় হাজারের মতো প্রবাসীকে টিকা দেয়া হচ্ছে এসব কেন্দ্র থেকে। যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন তাই এসএমএস পাওয়ার পর টিকা নিতে এসেছেন। নানা অনিশ্চয়তার পর টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন প্রবাসীরা।

এছাড়াও নগরীর সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাড়িয়ে একে একে টিকা নিচ্ছেন। এসময় টিকা বুথের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন টিকা গ্রহণকারীরা।

এনএনআর/

Exit mobile version