Site icon Jamuna Television

সিলেটে ওয়াজ-মাহফিল নিয়ে সংঘর্ষে একজন নিহত

সিলেটের জৈন্তাপুরে ওয়াজ-মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আগুন দেয়া হয়েছে বেশ কয়েকটি বাড়িতে।

পুলিশ জানায়, গতকাল রাতে সুন্নী মতাদর্শীরা একটি ওয়াজ মাহফিল আয়োজন করে। এতে দাওয়াত দেয়া হয় ওহাবী মতাদর্শের লোকজনদেরও।

একটি সুরার তরজমা নিয়ে মাহফিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ওহাবী মতাদর্শের এক ছাত্র নিহত হয়।

ঘটনাটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সুন্নী অনুসারীদের বাড়িতে হামলা চালানো হয়। পুড়িয়ে দেয়া হয় ৩০-৪০টি বাড়িঘর। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে টহল দিচ্ছে বিজিবিও।

সংঘর্ষের এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য দেখুন ভিডিওতে।

Exit mobile version