Site icon Jamuna Television

‘শ্রীদেবীকে হত্যা করা হয়েছে’

শ্রীদেবীর মৃত্যুর ৫৮ ঘণ্টা পরও বহুল আলোচিত রহস্যে যোগ হয়েছে নতুন মাত্রা। বিজেপি’র একজন প্রবীণ নেতা একে খুন হিসেবে অভিহিত করেছেন, এবং এই খুনের পিছনে আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম হাত রয়েছে বলেও তিনি দাবি করেন।

ভারতীয় জনতা পার্টির নেতা ও প্রবীণ সাংবাদিক প্রবীণ সাংবাদিক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এস বালাকৃষ্ণণ বলেন, “শ্রীদেবী মদ্যপান করতেন না। খেলেও মাঝেমধ্যে, তাও সেটা বিয়ার।”

তিনি আরও বলেন, “শ্রীদেবীকে খুন করা হয়েছে। এতে দাউদ ইব্রাহিমের হাত রয়েছে।”

নিজের বক্তব্যের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “দুবাই পুলিশের তদন্তকারী দল হোটেলের ঘরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন না কেন ?”

শেষ খবর পাওয়া অবধি শ্রীদেবীর মৃত্যুর ঘটনা তদন্তে তার স্বামী বনি কাপুরকে আজ মঙ্গলবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো তাকে জিজ্ঞাসাবাদ করা হল। এ দিন তার পাসপোর্ট ও জব্দ করেছে দুবাই পুলিশ।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version