Site icon Jamuna Television

মেসির স্পেন যাত্রা পিছিয়ে গেল বোমা আতঙ্কে

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিমানবন্দরে বোমা আতঙ্কে পিছিয়ে গেলো লিওনেল মেসির স্পেন যাত্রা। ছুটি কাটাতে সপরিবারে সেখানে যাওয়ার কথা ছিলো এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের।

কোপার শিরোপা অর্জনের পর দেশে ফিরেছেন মেসি। পরিবারসহ আর্জেন্টিনার রোজারিও বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠার কথা ছিলো তার। কিন্তু এর কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করেন বিমানবন্দরে রাখা একটি স্যুটকেসে রয়েছে বোমা। আতঙ্ক ছড়িয়ে পড়লে বাতিল করা হয় কয়েকটি ফ্লাইট এবং খালি করা দেয়া হয় বিমানবন্দর।

এক সংবাদ মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বোমা ছিলো কিনা তা নিয়ে রয়েছে দ্বিধা। এর আগে মারাকানায় স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জার্সিতে শিরোপা জেতার স্বাদ পায় মেসি।

Exit mobile version