Site icon Jamuna Television

না খেলেই দেশে ফিরে আসছেন মুশফিক

ছবি: সংগৃহীত

পরিবারের পাশে থাকতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলে আজই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। জানা গেছে মুশফিকের বাবা-মা দুজনই করোনা আক্রান্ত। তাদের বগুড়া থেকে ঢাকায় আনা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য।

বৃহস্পতিবার দেশে ফেরার ফিরতি ফ্লাইট ধরছেন তিনি।

সিরিজের একমাত্র টেস্ট খেলার পর ওয়ানডেতে মুশফিকের ফিটনেস নিয়ে ছিলো শঙ্কা। পরবর্তীতে অবশ্য জানানো হয় ওয়ানডে সিরিজের জন্য ফিট হয়ে উঠেছেন তিনি। গুঞ্জন ছিলো ১০ দিনের কোয়ারেন্টাইন এড়াতে ওয়ানডের পাশাপাশি খেলবেন টি-টোয়েন্টি সিরিজেও।

যদিও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেলতে আগেই ছুটি নিয়েছিলেন মুশফিক। কিন্তু পারিবারিক কারণে এবার ওয়ানডে সিরিজেও খেলছেন না এই উইকেটরক্ষ ব্যাটসম্যান।

Exit mobile version