Site icon Jamuna Television

জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে তসলিম উদ্দিন নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সোনাদীঘি আদাড়পাড়া গ্রামে হত্যার এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, প্রতিবেশী আবদুল কাদের মিনুর সঙ্গে জমি নিয়ে তসলিম উদ্দিনের বিরোধ চলছিল। দুপুরে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তসলিম ধারালো অস্ত্রের আঘাতে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলমান। সংঘর্ষে প্রতিপক্ষেরও একজন আহত হয়েছে।

Exit mobile version