Site icon Jamuna Television

রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ব্যবসায়ী সংগঠনগুলো শোক প্রকাশ না করায় হাইকোর্টের ক্ষোভ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী সংগঠনগুলো শোক প্রকাশ না করায় ক্ষোভ জানিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এই ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় হাইকোর্ট বলেন, ব্যবসায় সংগঠনগুলো ক্ষতিপূরণ ও ঋণ মওকুফে ব্যস্ত রয়েছে। আর ইন্সপেক্টররা ফ্যাক্টরি পরিদর্শনে গিয়ে খাম নিয়ে আসেন বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানার ভয়াবহ আগুনে ৫২ জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের সময় কাজ করছিলেন ১৮০ জন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সময় লাগে ১৯ ঘণ্টা। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। মামলাও দায়ের করা হয়েছে। গ্রেফতার হয়েছেন প্রতিষ্ঠানের মালিক।

ইউএইচ/

Exit mobile version