Site icon Jamuna Television

অস্ত্রসহ ডিবি পুলিশ পরিচয়দানকারী ৪ ডাকাত গ্রেফতার

ডিবি পরিচয়দানকারী ৪ ডাকাত গ্রেফতার।

অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ডিবি পুলিশ পরিচয়দানকারী ৪ ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ।

বুধবার (১৪ জুলাই) দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, মঙ্গলবার রাতে এই চক্রটিকে গ্রেফতার করা হয়। চেকপোস্ট বসিয়ে ছিনতাই করতো চক্রটি।

তিনি বলেন, ডিবির পোশাক ছাড়াও বিভিন্ন জিনিস জব্দ করা হয় তাদের কাছ থেকে। ঈদ সামনে থাকায় চক্রটি গরুর হাট কেন্দ্র করে আবার সক্রিয় হয়েছিলো। এমন আরও কয়েকটি চক্রকে ধরতে ডিবির অভিযান চলছে।

ইউএইচ/

Exit mobile version