Site icon Jamuna Television

আলোচনায় আর্জেন্টিনা-ইতালির ম্যারাডোনা সুপার কাপ

নাপোলির স্টেডিয়ামে ম্যারাডোনার স্ট্যান্ডের সামনে ইতালির ফরোয়ার্ড ইনসিনিয়া। ছবি: সংগৃহীত

ইউরোপ নাকি লাতিন, ফুটবলে কে সেরা? বহু পুরনো এই প্রশ্নের একটা সাময়িক উত্তর খোঁজার চেষ্টায় নামছে দুই মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নামে এক সুপার কাপের লড়াইয়ে নামতে পারে সদ্য কোপা ও ইউরো জয়ী আর্জেন্টিনা-ইতালি।

একই সময়ে মাঠে গড়িয়েছে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই। যদিও চিরায়ত লাতিন ফুটবল সৌন্দর্যের দেখা মেলেনি কোপা আমেরিকায়। ব্রাজিল-আর্জেন্টিনার মতো দলগুলোর ঘুমপাড়ানি ফুটবল এবং ফাউলের ছড়াছড়ি যেমন হতাশ করেছে সমর্থকদের তেমনি গতি আর পাসিং ফুটবলে দর্শকদের মন জয় করেছে ইউরো আসর।

এরই মধ্যে ট্রফি উঠেছে মেসির আর্জেন্টিনা আর নতুন রূপে নিজেদের ফিরে পাওয়া ইতালির হাতে। প্রশ্ন উঠেছে, সত্যিই কি ব্যবধান স্পষ্ট হচ্ছে দুই মহাদেশের ফুটবল শক্তিমত্তায়?

এবার এর সমাধান বের করার চেষ্টায় নেমেছে আর্জেন্টাইন পত্রিকা ওলে। পত্রিকাটি প্রথম প্রস্তাব দেয় মহাদেশ সেরা এই দুই দল নিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজনের। আর ম্যাচটি হবে প্রয়াত কিংবদন্তি ম্যারাডোনার নামে। কারণ আর্জেন্টিনা ও ইতালি দুই দেশেই ঈর্ষনীয় জনপ্রিয়তা আছে এই লেজেন্ডের। শোনা যাচ্ছে, ম্যাচটি আয়োজিত হতে পারে ম্যারাডোনার স্মৃতিধন্য নেপলসে।

ব্লিচার রিপোর্ট ও ইএসপিএনের তথ্যানুসারে, প্রস্তাবটি বিবেচনায় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে উয়েফা ও কনমেবল। তবে নামকরণ ম্যারাডোনা সুপার কাপ না হলেও ম্যাচ আয়োজন নিয়ে সমান আগ্রহী এই দুই সংস্থা।

এর আগে মহাদেশীয় আসরের চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে আয়োজিত হতো ফিফা কনফেডারেশন্স কাপ। ২০১৯ সালে আসরটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এর বিকল্প হিসেবেই আর্জেন্টিনা-ইতালিকে নিয়ে হতে পারে সুপার কাপ। আর ওলে’র দেয়া এই প্রস্তাব বাস্তবায়িত হলে আরও একটি ধ্রুপদী লড়াই উপভোগের সুযোগ পাবেন ফুটবল প্রেমীরা।

Exit mobile version