Site icon Jamuna Television

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটলিয়নের লোহাকুচি বিওপি সীমান্তের ৯২১ পিলারের পাশে বিএসএফের গুলিতে সাদ্দাম (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে।

বুধবার (১৪ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের কৈমারী ক্যাম্পের টহলরত সদস্যদের ছোঁড়া গুলিতে ওই বাংলাদেশি যুবক নিহত হয়।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় সাদ্দামসহ গরু পারাপারকারী ১৫-২০ জনের বাংলাদেশি একটি দল ১৪ জুলাই (বুধবার) ভোর রাতে গরু আনার জন্য লোহাকুচি সীমান্ত এলাকার ৯২১ নং পিলারের পাশে কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ভারতীয় ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাদ্দাম। দুপুরে ভারতীয় কুচবিহার জেলার সিতাই থানা পুলিশ সাদ্দামের লাশ নিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, ভারতের অভ্যন্তরে একজনের মৃতদেহ পড়েছিল। দুপুরে কাঁটাতারের বেড়ার পাশ থেকে লাশটি নিয়ে যায় ভারতীয় কর্তৃপক্ষ। লাশ শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে তারা।

আদিতমারী ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, তার ইউনিয়নের এক যুবক বিএসএফর গুলিতে মারা গেছে। নিহতের লাশ ভারতের ভেতরে রয়েছে।

Exit mobile version