জিম্বাবুয়ে যাচ্ছেন রুবেল ও শামীম

|

ভিসা জটিলতা কাটিয়ে কাল জিম্বাবুয়ে যাওয়া হচ্ছে রুবেল হোসেন ও শামীম পাটোয়ারির। ছবি: সংগৃহীত

ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে জিম্বাবুয়ে যাচ্ছেন রুবেল হোসেন ও শামীম পাটোয়ারি। তবে ওয়ানডে দলে থাকা রুবেলের প্রথম ম্যাচ খেলা অনিশ্চিত।

গেল বৃহস্পতিবার (৮ জুলাই) দেশে থাকা ওয়ানডে দলের সদস্যরা যায় জিম্বাবুয়ে সফরে। পরদিন দ্বিতীয়ভাগে যান সৌম্য-মেহেদি হাসানরা। কিন্তু যেতে পারেননি রুবেল হোসেন ও প্রথমবার ডাক পাওয়া শামীম পাটোয়ারি। জিম্বাবুয়ে ভিসা অফিসের জটিলতার কারণে এমন হয়েছে বলে জানা গেছে।

ওয়ানডে দলে রুবেল হোসেন থাকায় তার খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে সেই জটিলতা কেটে গেছে। ১৬ জুলাই শুরু হবে তিন ম্যাচের প্রথম ওয়ানডে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply