Site icon Jamuna Television

পদ্মা সেতুর সরঞ্জাম নিয়ে ডুবে যাওয়া জাহাজ ‘হ্যাং গ্যাং’ এখনও উদ্ধার হয়নি

পদ্মা সেতুর সরঞ্জাম নিয়ে ডুবে যাওয়া জাহাজ 'এম ভি হ্যাং গ্যাং-1'। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

নোয়াখালির হাতিয়ার ভাসানচরের নিকটে বঙ্গোপসাগরে পদ্মা সেতুর মালামাল নিয়ে ডুবে যাওয়া এমভি হ্যাং গ্যাং-১ উদ্ধার হয়নি এখনও।

নাবিকের অসচেতনতায় দুর্ঘটনার কবলে পড়েছে জাহাজটি এমন মন্তব্য করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম। তিনি বলেন, এরইমধ্যে জাহাজটি উদ্ধারে মালিককে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। তবে জাহাজটি সম্পূর্ণ ডুবে না যাওয়ায় এটি উদ্ধারে কম বেগ পেতে হবে।

ক্ষয়-ক্ষতির বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, জাহাজটিতে চট্টগ্রাম থেকে পদ্মা সেতুর নির্মাণকাজের জন্য ১ হাজার ২০০ টন লোহার অ্যাঙ্গেল নিয়ে যাচ্ছিল। যার সবই এখনও জাহাজে রয়েছে। এছাড়া নাবিকরাও মাছ ধরার নৌকায় উঠে জীবন রক্ষা করেছেন। এতে মালামালের পাশাপাশি ১৩ জন নাবিকের কারও কোন ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার মাওয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে রয়েছে পদ্মা সেতুর নির্মাণকাজের প্রায় ১৩ কোটি টাকার সরঞ্জাম।

Exit mobile version