ঘরের ছেলে হয়তো ঘরেই ফিরছেন। পাঁচ বছরের নতুন চুক্তির পথ খুঁজে পেয়েছে মেসি ও বার্সেলোনা, নিশ্চিত করেছে ইএসপিএন। আরও বিভিন্ন সূত্র জানিয়েছে, বিশাল অঙ্কের ঋণে নিমজ্জিত বার্সেলোনার সাথে এই চুক্তি করতে বেতন অর্ধেকে নামিয়ে আনতেও রাজি হয়েছেন মেসি।
বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক স্পোর্ত লিখেছে, মেসি ও বার্সেলোনার মধ্যে চুক্তি নবায়নের প্রাথমিক সমঝোতা হয়ে গেছে। এখন বাকি শুধুই আনুষ্ঠানিকতা ।
বার্সার সাথে মেসির ৪ বছর মেয়াদী প্রায় ৫০০ মিলিয়ন ইউরোর (৫৯৪ মিলিয়ন ডলার) চুক্তিটি শেষ হয়ে যায় গত ৩০ জুন।। এছাড়াও বার্সার সাথে ২০ বছরের সম্পর্ক শেষ করার ব্যাপারে মত প্রকাশের পর থেকেই পিএসজি ও ম্যানচেস্টার সিটির কাছ থেকে বড় অঙ্কের প্রস্তাব পেয়ে আসছিলেন এলএমটেন।
গত মার্চে বার্সেলোনার প্রেসিডেন্ট পদে হোয়ান লাপোর্তা ফিরে আসলে মেসির এই ক্লাবেই থেকে যাওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু প্রায় ১ বিলিয়ন ইউরোর ঋণে ডুবে থাকা বার্সার জন্য মেসিকে ধরা রাখা হয়ে যায় এক বিশাল চ্যালেঞ্জ। খেলোয়াড় বিক্রি, ফ্রি এজেন্ট খেলোয়াড় নিয়ে আসা, বেতন কমানোর মাধ্যমে লা লিগার আর্থিক বিধিমালার সাথে সামঞ্জস্য বিধানের চেষ্টা চালিয়ে যান মেসিকে ধরে রাখার ব্যাপারে প্রত্যয়ী লাপোর্তা।
এবার এগিয়ে এলেন মেসিও। নিজ বেতন প্রায় অর্ধেকে নামিয়ে এনে বার্সায়ই থেকে যাওয়ার সিদ্ধান্তের খুব কাছে চলে এলেন ক্লাবটির ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।

