Site icon Jamuna Television

কুড়িয়ে পাওয়া বইয়ের বিশাল লাইব্রেরি

লাইব্রেরি অধ্যয়নরত পচ্ছিন্নতাকর্মী। যারা বই কুড়িয়ে এনে গড়ে তুলেছেন এ বিশাল লাইব্রেরি। সংগৃহীত ছবি।

কুড়িয়ে পাওয়া বই দিয়ে রীতিমতো লাইব্রেরি গড়ে তুলেছেন তুরস্কের আঙ্কারার পরিচ্ছন্নতাকর্মীরা। ফেলে দেয়া পুরানো এসব বই সংগ্রহের পর পরিস্কার এবং বাঁধাই করে গড়ে তোলা হয়েছে এই লাইব্রেরি। পরিচ্ছিন্নতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও বই সংগ্রহ করছেন এই লাইব্রেরি থেকে। এমনকি এখান থেকে বই পাঠিয়ে অন্তত ২২টি স্কুলে গড়ে তোলা হয়েছে লাইব্রেরি।

লাইব্রেরি অধ্যয়নরত একজন পাঠক। সংগৃহীত ছবি।

প্রথম দেখায় কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বলেও মনে হতে পারে। তবে এই বিশাল লাইব্রেরির বেশিরভাগ বইই পরিচ্ছন্নতাকর্মীরা কুড়িয়ে এনেছেন আবর্জনার স্তুপ থেকে। এই লাইব্রেরির একজন পাঠক ও পরিচ্ছন্নতাকর্মী বলেন, যখনই তিনি আবর্জনার মধ্যে কোনো বই কিংবা নোটখাতা জাতীয় কিছু পান, সেগুলো কুড়িয়ে এনে লাইব্রেরির জন্য জমা করেন। পরে সেখান থেকে বাছাই করে লাইব্রেরিতে পাঠযোগ্য করা হয় বইগুলো।

কুড়িয়ে আনার পর বইগুলো বাঁধাই করে পাঠোপযোগী করা হয়। সংগৃহীত ছবি।

আঙ্কারার স্যানিটেশন বিভাগের একজন কর্মকর্তা জানান, রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় ৫শ বই দিয়ে ৪ বছর আগে যাত্রা শুরু হয়েছে এই লাইব্রেরির। আবর্জনা থেকে পাওয়া বইয়ের পাশাপাশি লাইব্রেরির জন্য পুরনো বইও সংগ্রহ করা হয়।

ইতিহাস, সাধারণ জ্ঞান, গবেষণা, শিশুতোষসহ বিভিন্ন ধরনের প্রায় ৫০ হাজার বই রয়েছে এখানে।

Exit mobile version