Site icon Jamuna Television

অবশেষে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া

ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে ৪র্থ খেলায় এসে প্রথম জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের ৪র্থ খেলায় এসে প্রথম জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের ৪ রানে হারিয়েছে অজিরা। সফররতদের করা ৬ উইকেটে ১৮৯ রানের জবাবে ১৮৫ রানে থামে স্বাগতিক উইন্ডিজ।

আগেই সিরিজে হার নিশ্চিত হওয়া অস্ট্রেলিয়া এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরু করে তাণ্ডব। ৫ রান করে ওয়েড ফেরার পর অধিনায়ক অ্যারন ফিঞ্চকে সাথে নিয়ে ১১৪ রানের জুটি গড়েন মিচেল মার্শ। ফিঞ্চ ৩৭ বলে করেন ৫৩ আর মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৭৫ রানের ইনিংস। শেষ দিকে ড্যান ক্রিস্টিয়ানের ২২ রানে ৬ উইকেটে ১৮৯ রানে করে অস্ট্রেলিয়া।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ক্যারিবীয়রা। দলীয় ১৩২ রানে সিমন্স ৭২ রানে আউট হলে ম্যাচ জয়ের সম্ভাবনা কমে যায় স্বাগতিকদের। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ফাবিয়ান অ্যালেনের ১৪ বলে ঝড়ো ২৯ রানে জয়ের কাছাকাছি চলেই এসেছিলো উইন্ডিজ। অবশ্য শেষ ওভারে ১১ রান দরকার হলে একটি ছক্কা ছাড়া কিছুই করতে পারেননি রাসেল।

Exit mobile version