Site icon Jamuna Television

পিএসজিতে যোগ দিয়েছেন ইউরো জয়ের অন্যতম নায়ক দোন্নারুম্মা

ছবি: সংগৃহীত

ইতালির ইউরো জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা যোগ দিয়েছেন পিএসজিতে। বুধবার (১৪ জুলাই) লিগ ওয়ানের দলটি এক বিবৃতিতে জানায় ৫ বছরের জন্য তাকে দলে ভিড়িয়েছে তারা।

এসি মিলান ছাড়ার পর ফ্রি এজেন্ট ছিলেন ইতালির এই গোলরক্ষক। ইউরোতে পোস্টের নিচে অপ্রতিরোধ্য ছিলেন দোন্নারুম্মা। ফাইনালে প্রতিপক্ষের মাঠে ইংল্যান্ডের দুটি টাইব্রেকারের শট ফিরিয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি। একই সাথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হন দোন্নারুম্মা।

এবারের দলবদলে চতুর্থ খেলোয়াড় হিসেবে দোন্নারুম্মাকে দলে টেনেছে পিএসজি।

এর আগে ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম, স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস ও মরক্কোর ফুলব্যাক আশরাফ হাকিমিকে দলে ভেড়ায় প্যারিসের দলটি।

Exit mobile version