Site icon Jamuna Television

ভ্যাকসিন নিয়ে নানা ধরনের খেলা হচ্ছে: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

ভ্যাকসিন নিয়ে নানা ধরনের খেলা হচ্ছে, এভাবে চললে দেশের প্রতিটি মানুষের এক ডোজ ভ্যাকসিন পেতে ৫ থেকে ৬ বছর লাগবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে মোহাম্মদপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।

জি এম কাদের বলেন, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত না করেই লকডাউন দেয়া হয়েছে। সেজন্য এটির সুফল পাওয়া যায়নি। করোনার চিকিৎসা নিশ্চিত করার দাবি করা হলেও তা করা হয়নি। প্রতিটি গরীব পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়ার দাবিও জানান তিনি।

তিনি বলেন, শুধু দলীয় নয় সত্যিকারের গরীব মানুষের জন্য এই সহায়তা নিশ্চিত করতে হবে। সবার করোনা টেস্ট করানো হচ্ছে না। প্রতিটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনারও দাবি জানান তিনি।

স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি হচ্ছে, গণমাধ্যমে সেই খবর প্রকাশ করায় অনেককে নানাভাবে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন জিএম কাদের।

ইউএইচ/

Exit mobile version