Site icon Jamuna Television

মেসির সব গোল লিখে রাখেন যে শতবর্ষী ভক্ত

শতবর্ষী এই ফ্যান লিখে রাখেন মেসির সব গোল। মেসিও ভিডিওবার্তায় তাকে পাঠালেন শুভেচ্ছা। ছবি: সংগৃহীত

যে দুনিয়ায় লিওনেল মেসির সকল গোলের খবরই পাওয়া যায় বাটনে মাত্র কয়েকটি স্পর্শে, সেখানে আর্জেন্টিনার ডন হেরনান সেসবের তথ্য টুকে রাখেন পুরনো ঢঙে। শতবর্ষে পদার্পণ করা এই মেসি ফ্যান তার নাতি জুলিয়ানের মাধ্যমে নিশ্চিত করেন, মেসির কোনো গোলই যেন তার মিস হয়ে না যায়।

৩৪ বছর বয়সী লিওনেল মেসির ক্যারিয়ারের প্রথম থেকেই তার প্রতিটি গোল পুঙ্খানুপুঙ্খভাবে লিখে আসছেন ডন হেরনান। বর্ষীয়ান এই মেসি ভক্ত স্বাভাবিকভাবেই তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার আগের যুগের মানুষ। ফুটবল সম্পর্কে ভালোবাসা তখনই শক্ত ভিত পায় তার মনে। জীবনের অনেকটা সময় পার করে এসে দেখেছেন তিনি মেসির সূচনা ও উত্থান পর্ব। আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে মেসি কবে, কার বিপক্ষে, কীভাবে গোল করেছেন তার সবই পেন্সিল দিয়ে কাগজে লিখে রাখেন মেসির এই বিশেষ ভক্ত।

মেসিও এবার এক ভিডিও বার্তায় ডন হেরনানকে জানিয়েছেন এমন ভালোবাসার পরিচয় পেয়ে তিনি মুগ্ধ। সেখানে মেসি বলেন, হ্যালো হেরনান! আপনার খবরটি পেয়েছি আমি। আমার সব গোল লিখে রাখার ব্যাপারটি জেনে প্রচণ্ড অবাক হয়েছি। আপনার জন্য রইল ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আপনার কাজের জন্য।

ভিডিও বার্তাটি পেয়ে অশ্রুসিক্ত ডন হেরনান বলেন, তোমাকে অনুসরণ করে আসছি এবং তোমার পেছনেই হেঁটে যাবো শেষ দিন পর্যন্ত।

Exit mobile version