Site icon Jamuna Television

সাততলা বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে ডিএমপির ত্রাণ বিতরণ

মহাখালী সাততলা বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ডিএমপি।

মহাখালী সাততলা বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ডিএমপির গুলশান বিভাগ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বনানী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, করোনা মহামারির মাঝে যাদের ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে, তাদের প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ ধরনের মানবিক কাজে অর্থায়নের জন্য গুলশান ক্লাবকে ধন্যবাদ জানান সুদীপ কুমার।

ইউএইচ/

Exit mobile version