Site icon Jamuna Television

একটি মতলবি মহল সবসময় সরকারের অর্জনকে ম্লান করতে ওঁত পেতে থাকে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

একটি মতলবি মহল সবসময় সরকারের অর্জনকে ম্লান করে দিতে ওঁত পেতে থাকে। তাই স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত উপকারভোগীদের প্রণোদনার অর্থ পৌঁছে দিতে হবে। এজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে নয়-ছয় করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনীয় ভ্যাকসিন যথাসময়ে দেশে আসবে, এনিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই।

এছাড়া করোনাকালে জনগণের জন্য সরকার কিছু করছে না, বিএনপি প্রায়ই এমন কাল্পনিক অভিযোগ করে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ইউএইচ/

Exit mobile version