Site icon Jamuna Television

ইউরোর সেরা গোলের স্বীকৃতি প্যাট্রিক শিকের

স্কটল্যান্ডের বিরুদ্ধে করা প্যাট্রিক শিকের গোলটি পেয়েছে ইউরোর এ আসরের সেরা গোলের স্বীকৃতি। ছবি: সংগৃহীত

ইউরো ২০২০ এর সেরা গোলের স্বীকৃতি পেয়েছে চেক প্রজাতন্ত্রের ফরোয়ার্ড প্যাট্রিক শিকের করা গোল। গ্রুপ পর্বের লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঝমাঠের একটু সামনে থেকে দূরপাল্লার শটে অবিশ্বাস্য সেই গোল করেছিলেন তিনি। সে ম্যাচে ২-০ ব্যবধানের জয় পায় চেক প্রজাতন্ত্র।

উয়েফার ওয়েবসাইটে প্রায় আট লাখ ভোট পেয়ে সেরা নির্বাচিত হয় প্যাট্রিক শিকের গোলটি। দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে ডি-বক্সের বাইরে থেকে করা পল পগবার গোল। আর তৃতীয় সেরা গোল হয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে করা লুকা মডরিচের গোল। তালিকায় এর পরের দুটি গোল করেছেন লরেঞ্জো ইনসিনিয়া ও কেভিন ডি ব্রুইনা।

Exit mobile version