Site icon Jamuna Television

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আগুন, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আগুন, রোগী নিয়ে হুড়োহুড়ি।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার বিকেল ৩টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে। তবে কোন রোগীর ক্ষতি হয়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত চলে আসি। এসেই আমরা ২মিনিটের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনি। তবে সব মিলিয়ে আমাদের পনের মিনিট সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, আগুনের ঘটনায় কোন ক্ষতি হয়নি। আইসিউ ওয়ার্ডে দশজন রোগী ছিলো। আমরা তাদের দ্রুত সরাতে সক্ষম হয়েছি। আমরা ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।

এদিকে, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, রোগীদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ড স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আইসিইউ বন্ধ রয়েছে। যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে।

Exit mobile version