Site icon Jamuna Television

নারী ক্রিকেট দলের বেতন বাড়িয়েছে বিসিবি

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়িয়েছে বিসিবি। চলতি মাস থেকেই কার্যকর করা হবে নতুন এই বেতন কাঠামো।

কেন্দ্রীয় চুক্তিতে এবার সুযোগ পেয়েছেন ২২ নারী ক্রিকেটার। তাদেরকে ভাগ করা হয়েছে ৪ টি ক্যাটাগরিতে। চুক্তি অনুযায়ী এ ক্যাটাগরির নারী ক্রিকেটাররা পাচ্ছেন সর্বোচ্চ ৬০ হাজার টাকা। বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ৪৮ হাজার টাকা। ক্যাটাগরি সি তে থাকা খেলোয়াড়রা পাবেন ২৫ হাজার টাকা।

পাশাপাশি বেড়েছে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি। টি-টোয়েন্টিতে এখন থেকে নারী ক্রিকেটাররা পাচ্ছেন ১৫০ ডলার যা আগে ছিল ৭৫ ডলার। আর একদিনের ক্রিকেটে ম্যাচ ফি বেড়ে হয়েছে ৩০০ ডলার, যা আগে ছিল ১০০ ডলার।

Exit mobile version